নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, নাগরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেরকর্মীরা।
উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো.জাঙ্গাগীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ-আলম মিয়া প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply