ঠাকুরগাঁও প্রতিনিধি : একদিকে বাংলা বর্ণমালা, অন্যদিকে আলপনা। কেউ ভাষা শহীদের ছবি আঁকছেন আবার কেউ বাংলা বর্ণমালা লিখছেন। লিখছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘একুশ মানে মাথা নত না করা’। এভাবেই মহান মাতৃভাষা দিবস ও বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে সমুন্নত রাখতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কণ করছিল ঠাকুরগাঁওয়ের শঙ্খচিল নামে একটি যুব সংগঠন।
রোববার (২০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের রোড এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দেয়ালগুলোতে এমন গ্রাফিতি চোখে পড়ে।
সরেজমিনে দেখা যায়, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনাকে লালন, ধারণ ও বিস্তার ঘটানোর জন্য দেয়ালগুলোতে ভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোর স্মরণে নানা স্লোগান লিখছেন শঙ্খচিল নামের যুব সংগঠনের চিত্রশিল্পীরা। এমন অঙ্কনে ব্যবহার করা হয় লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙ। ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলনের জাতীয় পতাকা, বাংলা বর্ণমালা, ভাষা শহীদদের আন্দোলনের দৃশ্যগুলো। সড়কের পাশে থেকে দাঁড়িয়ে অসংখ্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা এসব দেখছেন।
শঙ্খচিল নামের যুব সংগঠনটির কর্ণধার মো: লুকমান শারীফ বলেন, সংগঠনটির মূল স্লোগান হলো- হামার বাড়ি ঠাকুরগাঁত, হামা ঢেঁকি ভাষাত সেরাই'। এই সংগঠনটির মাধ্যমে এবং গণ অর্থায়নে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা যদি সরকারিভাবে সহযোগি পাই তাহলে আরও বৃহৎ আকারে সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবো। তাই সরকারের সুদৃষ্টি কামনা করছি।
You cannot copy content of this page