মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাব। নলদী ইউনিয়ন পরিষদ চত্ত¡রে শুক্রবার (২৫ ফেব্রæয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রæপ নির্ণয়ের কর্মসূচি চলে। কর্মসূচির মাধ্যমে ৪৫০ জনের রক্তের গ্রæপ নির্ণয় ও রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবু বকর, এ এস আই ওসমান আলী, কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের আহবায়ক শাহবাজ উদ্দিন সজীব, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালমান, সদস্য সচিব শাহজান মোল্যা, সিনিয়র সদস্য আলফায়াজ আলিফ, মো এনায়েত রাশেদ, এনামুল হক প্রমুখ।#
You cannot copy content of this page