ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী (৩৯) নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহরাব আলী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব। নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছেন। তাদের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
You cannot copy content of this page