ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ১০ দিনব্যাপী ‘বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিওর প্রশিক্ষণ কেন্দ্রে ১০দিন ব্যাপি এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অন্যতম সমাজসেবক ডাঃ শুভেন্দু কুমার দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বাংলাদেশ এর ফরেনসিক বিভাগের প্রধান কনক রায়, ঠাকুরগাঁওয়ের বন্যপ্রাণী আলোকচিত্রী ও সামাজিক সংগঠন সৃজনের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস।
‘বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল সম্প্রসারণ প্রকল্পের’ আয়োজনে ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর ব্যবস্থাপনায় ১০দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণে ৩০জন স্বেচ্ছাসেবী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্দেশ্য, লক্ষ্য, কার্যক্রম ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২, বন্যপ্রাণীর আবাসস্থল, বন্যপ্রাণীর প্রকারভেদ ইত্যাদি নিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রায় ১২ জন প্রশিক্ষক সেশন পরিচালনা করেন।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এই কর্মকর্তা বলেন,”আমাদের ইউনিটে দক্ষ লোকবলের অভাব। আমরা প্রত্যাশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষ লোকবল বৃদ্ধি পাবে এবং বন্যপ্রাণী, পাচার রোধ ও সংরক্ষণে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণার্থীরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ঠাকুরগাঁও এর বন্যপ্রাণী আলোকচিত্রী ও সামাজিক সংগঠন সৃজনের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল্লাহ আল মামুন বলেন, “স্থানীয় ভাবে আমরা কতিপয় পরিবেশবাদীরা নানারকম সীমাবদ্ধতার মাঝে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার কাজ করে যাচ্ছি। তবে বন বিভাগের বিভিন্নভাবে সহযোগিতা পেলে আমাদের কাজগুলো আরও বেগবান হবে।
উল্লেখ্য যে, প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় এবং তাদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩ জনকে ১ম, ২য় ও ৩য় স্থানে নির্বাচিতদের পুরস্কৃত করা হয়।
Leave a Reply