একলা পথের পথিক আমি
সঙ্গী করে নাও,
আমার এ শুন্য হৃদয়ে
তোমার ভালোবাসার ছোয়া দাও।
তুমি আসবে বলে তোমার পথপানে
চেয়ে রই আমি সারাক্ষণ,
তুমিহীনা উদাস আমি - আমার মন
এ মন তোমায় খোঁজে সারাক্ষণ।
যন্ত্রণা ভরা আমার এ জীবন
তোমায় খোঁঁজে সারাক্ষণ
তুমি আসবে বলে তোমার পথপানে
চেয়ে রই আমি সর্বক্ষণ।
কবি- জুনাইদ কবির, ঠাকুরগাঁও।
You cannot copy content of this page