সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- বেনাপোল স্হল বন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের আড়ালে অবৈধ পণ্য শাড়ী, থ্রিপিচ, বাংলা মদ, ফেন্সিডিল, বিদেশী সিগারেট, ওষুধ, কারেন্ট জাল সহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (০২ মার্চ) দুপুরে এ পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।
বেনাপোল কাস্টমস যুগ্ন-কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে অবৈধ পণ্য চালান পাচার হচ্ছে, এমন গোপন খবরে, কাস্টমস হাউজের একটি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে বন্ডের লাইন্সের মাধ্যমে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের ডব্লিউ বি ২৩সি-১৬১৫ নাম্বারের একটি ভারতীয় ট্রাক জব্দ করে বেনাপোল কাস্টমস হাউসে নিয়ে আসে।
পরে ওই ট্রাকটি তল্লাশি করে ট্রাকে ঘোষণা দেয়া ২৫৮ রোল ডেনিম ফেব্রিক্সের মধ্যে ঘোষণা বর্হিভূত বেশ কিছু পণ্য পাওয়া যায়। যার মধ্যে রয়েছে-৯৯৫ বোতল ফেনসিডিল, ৬ বোতল ভারতীয় মদ, ৯৭ হাজার ৬০০ শলাকা সিগারেট, ২৯ দশমিক ৬ কেজি লালবাবা টোব্যাকো জর্দা, ৫ কেজি বেবি ডায়াপার, ৬০ কেজি ভারতীয় পটকা, ৪৮ পিস ভারতীয় শাড়ি, ২৫ পিস থ্রি পিস, ৭০ কেজি কারেন্ট জাল, ৬ লিটার বেবি বাবেল বাথ, পৌনে দুই কেজি বেবি পাউপার, এক কেজি শাবান, সাড়ে ৪ লিটার ভারতীয় হোমিওপ্যাথিক ড্রপ ও ৪ লিটার জার্মানির হোমিওপ্যাথিক ড্রপ। পরে ট্রাকসহ ওই পণ্য আটক করা হয়েছে।
আটককৃত পণ্যের মুল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ব্যাপারে সিএন্ডএফ লাইসেন্স বরখাস্ত করা এবং মামলা করা হবে বলে তিনি জানান।
You cannot copy content of this page