সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ-
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১টি পিস্তল ২টি ম্যাগাজিন ৭ রাউন্ড ও ১৯৭ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকা থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে মেইন পিলার ১৭/৭ এস ১২২ আর পিলার শূন্য লাইন হইতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া আলাউদ্দিন এর আমবাগান এর পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আবুল কাশেম একটি টহল দল নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালান টি উদ্ধার করেন।
Leave a Reply