ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করেছে কারুপণ্য উন্নয়ন সংস্থা।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে কারুপণ্য উন্নয়ন সংস্থার আয়োজনে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে অবস্থিত সংস্থাটির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
র্যালী শেষে কারুপণ্য উন্নয়ন সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারুপণ্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সায়েদা সুলতানা, ঠাকুরগাঁও বিসিকের উপ-পরিচালক নুরুল হক।
এসময় কারুপণ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীদের প্রতি সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের প্রতি বৈষম্য দূর করতে হবে। পুরুষের তুলনায় কোনো ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নেই। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী নারী। নারীরা সচিব, জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট হচ্ছেন। সমাজে বিভিন্ন পেশায় নারীরা দক্ষতার সঙ্গে অবদান রেখে যাচ্ছেন।
আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন, বাল্যবিবাহসহ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে চলতি বছর সবচেয়ে বেশি ভালোমানের কাজ করায় এবং নিজের হাতে বানানো পণ্য বিদেশে যাওয়ায় কারুপণ্য উন্নয়ন সংস্থার মাঠকর্মী হালিমা খাতুনকে পুরস্কার দেয়া হয়। এছাড়াও কারুপণ্য উন্নয়ন সংস্থায় সবচেয়ে একনিষ্ঠ কাজ করায় মোছাঃ উম্মেহানিকেও পুরস্কার দেয়া হয়।
You cannot copy content of this page