ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ভাষা সৈনিক প্রয়াত অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শত বছর উদযাপন কমিটির আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ভাষা সৈনিক প্রয়াত অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের স্মৃতিচারণ করা হয়।
মরহুম দবিরুল ইসলামের ভাতিজা স্থানীয় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এ্যাড আবু হাসনাত বাবু । এছাড়াও বক্তব্য দেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব বুলবুল, সহ-সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপ দপ্তর সম্পাদক আশরাফুর ইসলাম , পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম সভাপতি ভাষা সৈনিক প্রয়াত অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এরপর মরহুম দবিরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply