নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিনের শুভসূচনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ।
You cannot copy content of this page