প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ২:২২ অপরাহ্ণ
বড়গাঁওয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ ও বর্তমান চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা
সোমবার (২১ মার্চ) দুপুর ১২ টায় সদর উপজেলা ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান ফয়জুর রহমান, সংরতি মহিলা ইউপি সদস্য সহ সকল বিজয়ী ইউপি সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে বরণ করে নেওয়া হয়। এবং সাবেক চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ সহ প্রাক্তন ইউপি সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, কে কে বাড়ী লক্ষীরহাট ইসলামিয়া শাহী দরবার শরীফ ছোট দরবেশ মতিউর রহমান মতি, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক মনোরঞ্জন দেবনাথ মনি, কাচারী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিকান্ত দেবনাথ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম হেলাল সহ শিক, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তি বর্গের অনেকে উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime