নড়াইল প্রতিনিধি!! নড়াইলের কালিয়ায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মো. জহুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগী কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।#
You cannot copy content of this page