প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ১:৩০ অপরাহ্ণ
রাজশাহীতে সত্যের জয় সামাজিক সংগঠনের ইফতার বিতরণ
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর নগরীর বিভিন্ন পয়েন্টে সত্যের জয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরন করা হয়।
এর-ই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় নগরীর জিরো পয়েন্ট প্রেসক্লাব চত্বরে ১৫০ জনকে ইফতার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ্দৌলা, সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দিন খান সোহাগ, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার বিভাগীয় প্রধান শাহিনুর রহমান সোনা, সাংবাদিক জহির সরকার রাতুল ও সত্যের জয় সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
এরপর বিকেল ৫ টা ৩০ মিনিটে নগরীর বর্নালীর মোড়ে দ্বিতীয় কর্মসূচি পালন করা হয় এবং এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও রাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও মহানগর দায়রা জর্জকোর্টের পি.পি মুসাব্বিরুল ইসলাম, সমাজসেবক মো. তানসিম আলম (সৈকত) এবং সত্যের জয় সামাজিক সংগঠনের সদস্য মোঃ রায়হান খান, আশিক, আফনান, রাকিব প্রমুখ।
© 2024 Probashtime