শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ইফতার, মুজিব নগর দিবসের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রোববার ইফতারের আগে শিরোইল বাসটার্মিনাল পূবালী মার্কেট এর দ্বিতীয় তলায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে মুজিব নগর দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহীর সিনিয়র সাংবাদিকবৃন্দ, বরেন্দ্র প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং প্রেসক্লাবের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আবু কাওসার মাখন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমের পরিচালনায় সংগঠনের সহ-সভাপতি ফারুক আহম্মেদ দোয়া মাহফিল পরিচালনা করেন।
“পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও সম্মান” বিষয়ে দ্বীনি আলোচনা করেন শিরোইল টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ সোয়ায়েব আলী ।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার, দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় দৈনিক নববানী’র প্রধান সম্পাদক গোলাম মোস্তফা জেমস, সাংবাদিক হাবিব তারা, যমুনা প্রতিদিন.কম সম্পাদক নিহাল খান প্রমুখ।
এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ ওয়াদুদুজ্জামান সুবাস, দফতর সম্পাদক সাগর নোমানী, কার্য নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, কার্য নির্বাহী সদস্য মোঃ শাহিন সাগর, সদস্য সুমন রহমান, মাসুদ পারভেজ, ফায়সাল আহমেদ, মোঃ আজাদ, জহির সরকার রাতুল,মনির আহমেদ,সফিকুল ইসলাম, আখতার হোসেন হীরা, সাজেদুল হক টিটু, আরিফল ইসলাম,রিদয় রাজ, সবুজ আহমেদ, মানিক হোসেন, আদিল হোসেন, বেলাল আহমেদ, ইমন, রাকিব, শাওন, আকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply