শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহীতে কর্মরত ইলেকট্রনিক ও
প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের নিয়ে র্যাব-৫ এর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া র্যাব-৫ রাজশাহী সদরদপ্তরের সম্মেলন কক্ষে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ, আঞ্চলিক পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার মাদক ও দূর্ণীতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা বলেন। এছাড়াও তিনি মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যাব-৫ এর অবস্থান সম্পর্কে সংবাদ প্রকাশ করে সাথে থাকায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে পাশে থাকবার আহবান জানান।
তিনি এ সময় গত তিন মাসের সফলতার কথাও তুলে ধরেন। গত তিন মাসে র্যাব-১ জন জঙ্গি গ্রেফতার করেন। ২৫ টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪২ রাউন্ড গুলি, ১৪টি ম্যাগজিন, ১৮ কেজি ৮৫০ গ্রাম হেরোইন, ২৫৯১ বোতল ফেন্সিডিল, ১৩১৭৯ পিচ ইয়াবা, ২৬৯ কেজি ১০৯ গ্রাম গাঁজা, ১২৩৬৪ লিটার ৫০০ গ্রাম দেশি মদ, ৮৯ বোতল বিদেশি মদ, ৮৪ ক্যান বিয়ার, ৪২২৩ টি ট্যাপেন্টাডল, ৫৮০ টি ব্রুপিনরফিন ইঞ্জেকশন, উদ্ধার সহ অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সাজাপ্রাপ্ত, পলাতক আসামী, ভেজাল ব্যবসায়ী, ভুয়া ডাক্তার, প্রতারক, চোরাকারবারী, হত্যা ও ধর্ষণ মামলার ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply