প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২২, ৬:৪৩ পূর্বাহ্ণ
রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
বুধবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমির প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্র রাজশাহীর ২২০ জন শিশুর মাঝে এ উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল ; এ সময় জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, সহকারি কমিশনার মৌলি মন্ডল, সহকারি কমিশনার শামসুল ইসলাম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুুর কাদের সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime