নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে সরকারি যাকাত ফান্ড থেকে দুস্থ,অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে ৯৪ জন দুস্থ,অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ ৩ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৮২ হাজার টাকা ও কাপড় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর,ইসলামি ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার ফিন্ড সুপারভাইজার মো.রবিউল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুন এবং সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আজিম হোসেন রতন এবং সাধারণ সম্পাদক মো.সজিব মিয়া প্রমূখ।
You cannot copy content of this page