ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বিএনপির হাত ধরেই অপরাজনীতির জন্ম হয়েছে। কারণ তারা মানুষের অধিকার নিয়ে কাজ করে না। আর যারা মানুষের অধিকার নিয়ে কাজ করেনা তাদের অপরাজনীতি ছাড়া আর কোন কাজ নেই। রাজনীতি করতে হলে বাঙলার মানুষের উন্নয়ন কিভাবে হবে, বাংলাদেশের উন্নতি কিভাবে হবে, বাংলাদেশ কিভাবে উন্নতির শিখরে উঠবে সেটাই রাজনীতির আসল কাজ। কিন্তু তারা যেটা করে সেটা সম্পূর্ণ উল্টো। দেশে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন এমন ব্যক্তিদেরও এই গুজবের কাজে লাগানো হয়েছে। বিদেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে গিয়ে তারা ইউটিউব চ্যানেল, ফেসবুক ইত্যাদির মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী, সরকারবিরোধী, প্রোপাগান্ডা চালাচ্ছে। এমনকি স্বাধীনতার বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। একের পর এক গুজব ছড়িয়ে একটি বিশেষ মহল স্বার্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ফেসবুকে বিভিন্ন পেজ খুলে সরকারের অবদানকে বিতর্কিত করতে নানা সময় বিভিন্ন মিথ্যাচার ও গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে গুজব ছড়ানোর অপচেষ্টাও বিএনপি-জামায়াত অব্যাহত রেখেছে। রাজনৈতিকভাবে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়ে অনলাইনে গুজব কেন্দ্রিক রাজনীতিই এখন বিএনপি-জামায়াতের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছে, তখন একটি মহল হতাশ। তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে নানা ধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত ও নানান অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এমতাবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে যেন, কোনোভাবেই এই স্বাধীনতাবিরোধী চক্র তাদের নোংরা গন্তব্যে পৌঁছে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে।
You cannot copy content of this page