ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, হুজুগে বাঙালি বলে একটা কথা আছে। সেই কথার রেশ ধরেই আমি বলতে চায়, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুজবে গা বাসিয়ে দেয়, যেটা একটু মুখরোচক মনে হয় সেটা নিয়ে আলাপচারিতায় মত্ত হতে ভালোবাসে কিছু লোক এবং চিলে কান নিয়ে গেছে শুনে অনেকেই চিলের পিছনে ছোটা শুরু করে। এখন এমন একটা পটভূমিতে আমরা আলোচনা করছি যে এই বিষয়টা রাজনৈতিক পরিমণ্ডলেও ব্যাপক দেখা যায়। রাজনীতিতে মতো পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে কিন্তু বস্তুনিষ্ঠা কিন্তু ঠিক থাকতে হবে। এই কারণে আমাদেরকে আসলে নতুন মাত্রা যুক্ত করতে হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি চর্চা। এখন যারা বিরোধীদল আছে তারা ক্ষমতা থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত নানান ধরণের প্রচারণায় নিজেদেরকে সামিল রেখেছে। আমরা চাইবো দেশে একটি দায়িত্বশীল বিরোধীদল থাকুক। এখন যদি তারা নিছক প্রচারণায় ব্যস্ত থাকে তাহলে এটা নিজের পায়ে গুলি করার মতো একটা অবস্থা দাড়া করাবে তারা।
Leave a Reply