নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়ন থেকে ৬শত পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে গয়হাটা বাজার সংলগ্ন এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৬শত পিস ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন,গয়হাটা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে মো.জাহিদ হাসান (হাকু) এবং গয়হাটা গ্রামের মৃত মেসলেম মেধার ছেলে মো.শফিকুল মেধা।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর এসআই মোঃ মোতালেব হোসেন এর নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন এএসআই মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল মোঃ শাহিবুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম।
জেলা ডিবি অফিস তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাগরপুর থানার গয়হাটা ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকা থেকে ৬শত পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে।
Leave a Reply