নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
সারাদেশের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে বড় পর্দায় সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরে স্থানীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকালে উপজেলা পরিষদ চত্বরে ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া বেগম শিপ্রা,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
Leave a Reply