ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের আশ্রমপাড়া এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
এরআগে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাসিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব সুচরিতা দেব, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য মোস্তাফিজুর রহমান রিপন, নাজিরা আক্তার স্বপ্না, আব্দুল ওয়াফু তপু, সানোয়ার পারভেজ পুলক, শাকিল আহমেদ, আবু মহিউদ্দীন, ফারুক হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা একাত্তরের ঘাতক দালাল নির্মূল করতে শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকার কথা স্মরণ করেন।
Leave a Reply