প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২২, ৮:২৯ পূর্বাহ্ণ
সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল
নিজস্ব প্রতিবেদক: সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
পবিত্র ঈদুল আজহার উপলক্ষে শুক্রবার (৭ জুলাই) দেওয়া এক বার্তায় হাসান ইকবাল বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মধ্যে সমাগত। আসুন আমরা এবারের ঈদুল আজহায় হজরত ইবরাহিম আ:- এর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত কোরবানির শিক্ষাকে সামনে রেখে আমাদের ত্যাগ ও কোরবানি বহু গুণে বাড়িয়ে দিই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত ছাত্রদের প্রতি পারস্পরিক সাহায্য ও সহযোগিতার হাতকে প্রসারিত করি। তাদের সুখে-দুঃখে শরিক হয়ে পবিত্র ঈদের আনন্দে অংশগ্রহণ করি। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমাদের সামর্থ্যরে সবটুকু উজাড় করে দিই। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এসব মানুষের মুখে হাসি ফুটানোই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার।
© 2024 Probashtime