পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৪ নং ওয়ার্ডসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন (আনার)।
এক বার্তায় তিনি বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। এই ঈদে মুসলমান সম্প্রদায়ের মানুষ আনন্দের সাথে ধর্মীয় বিধান মোতাবেক পশু কোরবানি করেন। সকলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিবো এবং সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবো।
ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। এই সময় তিনি ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা কামনা করেন।
ঈদে পশু কোরবানির জন্যে নির্ধারিত স্থানে কোরবানির কাজ শেষে পশুর রক্ত ও বর্জ্য নিষ্কাশন করে পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন।পরিশেষে ১৪ নং ওয়ার্ডসহ দেশবাসীকে “ঈদ মোবারক” বলে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।
Like this:
Like Loading...
Leave a Reply