নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার সকল রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে ঐক্য ভ্রাতৃত্ব ও বন্ধন সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিতিতে গতকাল দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকলের মতামতের ভিত্তিতে উক্ত সম্মেলনে সোলায়মান স্বপনকে সভাপতি ও মাহাবুল আলমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হয়।
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার ভাইদের বিভিন্ন সমস্যা সমাধান এবং বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন দুর্যোগে লক্ষ্মীপুরের মানুষের পাশে দাঁড়ানোর মানবিকতার জায়গা থেকেই এই সংগঠনের সৃষ্টি। বহুল প্রতীক্ষিত লক্ষীপুর জেলা এসোসিয়েশন, দক্ষিন কোরিয়ার আংশিক কমিটি আজ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল।
কমিটিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, উপদেষ্টা মনোয়ার হোসেন মানিক, রিয়াজ মাহামুদ, রাজু আহম্মেদ, ইমরান হোসেন, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, সভাপতি মোহাম্মদ সোলায়মান স্বপন, সিনিয়র সহ-সভাপতি জাহিদ সানিম, সহ-সভাপতি, রিপন হোসেন, আফসার উদ্দিন, মো. আবু নাসের, আজিম হোসেন, সোলায়মান কবির, মু. কাউছার হোসেন তুহিন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কুয়াশা শাকিল, মিশু চৌধুরী, তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহেল, আনোয়ার হোসেন কাজল, মিরাজ (বাবু), কোষাধক্ষ্য ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন সহেল, ক্রীড়াবিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, উপ-ক্রীয়াবিষয়ক সম্পাদক এস আই টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান রাকিব, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান সাব্বির, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, পর্যটন বিষয়ক সম্পাদক সিমান্ত, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মুন্না পাটোয়ারী, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আহমেদ সালেহ, শ্রমবিষয়ক সম্পাদক জাহেদ রবিন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা মিতু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক বাদশাহ প্রমুখ ।
You cannot copy content of this page