শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম মৃত্যবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)এর কর্তৃপক্ষ। শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট রিক এর সকল শাখা, এরিয়া অফিস, জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কালোব্যাজ ধারণ করেন। ১৫ই আগস্ট জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষে রিক এর জোনাল কার্যালয়ের সামনে কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও অন্যান্য শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। তাদের পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রজব আলী (প্যানেল মেয়ের রাজশাহী সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ড), মোঃ আজিজার রহমান (জোনাল ম্যানেজার রাজশাহী জোন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক),সভাপতিত্ব করেন মোঃ কামাল হোসেন (এরিয়া ম্যানেজার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)রাজশাহী এরিয়া।আরোও উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান শাখা ম্যানেজার রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক,রাজশাহী সদর শাখাসহ,অন্যান্য শাখার ম্যানেজার সহকারী ম্যানেজার ও রাজশাহী সদর শাখার সকল স্টাফ ও এলাকার সম্মানীয় ব্যক্তি বর্গগণ।
Leave a Reply