প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ
রাজশাহীতে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপিত
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় চত্বরে শুরুতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার শ্রী ব্রিজদেও প্রসাদ।
এরপর সমেবত কণ্ঠে সেখানে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার শ্রী ব্রিজদেও প্রসাদ।
এ সময় রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনের পদস্থ কর্মকর্তা ও রাজশাহীতে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী ও অবস্থানরত ভারতীয় নাগরিকরা সেখানে উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime