শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) রাজশাহী মহানগর শাখা।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় স্বাধীনতা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। পরে রাজশাহী মহানগর জাসদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির, সহ-সম্পাদক মো.পাভেল ইসলাম মিমুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Leave a Reply