প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২২, ৩:৪০ পূর্বাহ্ণ
সাজেদা চৌধুরীর মৃত্যুতে হাসান ইকবালের গভীর শোক
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
আজ সোমবার সকালে এক শোকবার্তায় তিনি বলেন, পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী সোচ্চার হয়েছিলেন। সেসময় বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তি নিশ্চিতে জনগণকে সংগঠিত করা এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে কাজ করেছেন তিনি।
তাঁর মৃত্যুর সংবাদটি আমাকে এবং বাংলার জনগণকে গভীরভাবে মর্মাহত করেছে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
© 2024 Probashtime