প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ
জুনিয়র টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন আরিক
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস টুর্ণামেন্ট-২০২২ এর বালক অনূর্ধ্ব - ০৯ এ এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর জুনিয়র সদস্য ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হুদা দুলুর নাতী আরিক হুদা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট শেষে আরিকের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতার সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ আরিক হুদার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মৌসুমী চক্রবর্তী, এ্যাডমিনিস্ট্রেটিভ
এক্সিকিউটিভ, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা, গ্যারী প্যাট্রিক ওবেই্র , ডেভেলপমেন্ট অফিসার, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা, সব্যসাচি গুহ, চিফ ফিটনেস ট্রেনার, বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশন, কলকাতা, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক
এহসানুল হুদা দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খসরু, নির্বাহী সদস্য ইয়াসিন হুদা সাকিব, নাসরিন হুদা প্রমুখ।
© 2024 Probashtime