প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২২, ৯:৫৮ পূর্বাহ্ণ
শৈশব স্মৃতি। ছড়া
শৈশব মাখা স্মৃতিগুলো
খেলা করে রোজ,
নিয়ম করে লুকিয়ে যায়
তবুও করি খোঁজ।
একলা হাসি একলা কাঁদি
মধুর স্মৃতি ভেবে,
তপ্ত রোদের মিষ্টি দুপুর
কে ফিরিয়ে দেবে।
আবেগগুলো আটকে যেয়ে
উদাস হয়ে রই,
আমার সেই গোছানো বিকেল
হারিয়ে গেল কই!
© 2024 Probashtime