নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে নাগরপুর ৮নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোঃশহিদুল ইসলাম ১২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী মোঃ খালিদ হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৩২ ভোট অপর প্রার্থী মো.ফরিদুর রহমান (ফরিদ) হাতী প্রতীকে পেয়েছেন ০ ভোট।
নাগরপুর উপজেলা অডিটরিয়ামে গতকাল সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারসহ মোট ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং এর মধ্যে ১ টি ভোট বাতিল ঘোষনা করা হয়। ওই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো.হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
You cannot copy content of this page