নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে শহিদ শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে দিবসটি পালন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’। দিবসটি উপলক্ষ্যে নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা মাঠ প্রাঙ্গণে স্থাপিত শহিদ শেখ রাসেলের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, আলোচনা সভা প্রভৃতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিএম ফুয়াদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো.সাজ্জাদ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা সহকরী প্রোগ্রার মো.হাবিবুর রহমান প্রমূখ।
You cannot copy content of this page