সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ- বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ২ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।
শনিবার সকালে সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি তারা।
বিজিবি জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের চালান এনে সাদিপুর ব্রিজ এর পাশে অবস্থান করছে। এমন সংবাদে আইসিপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালান টি উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
You cannot copy content of this page