প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ
সেই ইমরান বিশ্ববিদ্যালয়ের হলে সিট পেল
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া সেই ইমরান রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাবি হল প্রশাসনের মাধ্যমে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ৪৮০ নাম্বার রুমে সিট পেয়েছে।
রবিবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টালে ‘'পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী’' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি রাসিক মেয়রের নজরে এলে তিনি তার লেখাপড়াসহ কর্মসংস্থান সৃষ্টি পর্যন্ত দায়িত্ব নেন।
তিনি জানান, নভেম্বরে ক্লাস শুরু হলে রাজশাহীতে থাকা ও লেখাপড়াসহ সব কিছুর ব্যাপারে সার্বক্ষণিক ইমরানের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
এ বিষয়ে ইমরান ও ইমরানের পরিবার অনেক খুশী। সে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
© 2024 Probashtime