নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারি সোমবারের সিল্কসিটি ট্রেনের চাকা অকেজো হয়ে যাওয়া এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হওয়ার ঘটনার জের ধরে পশ্চিমাঞ্চল রেলে চলাচলকারি অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। প্রতিটি ট্রেন ৫ থেকে ৭ ঘণ্টা বিলম্বে চলাচল করছে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে আজ সকালের চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রেলরুটের আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেন যাত্রা বাতিল করতে হয়েছে। এতে শত শত যাত্রী চরম বিড়ম্বনায় পড়েন।
রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের দাম ফেরত দিয়েছে। এদিকে ট্রেনের স্বাভাবিক গতি ও চলাচল বিঘ্ন ঘটায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালের রাজশাহী-ঢাকা রুটের সিল্ক সিটি ট্রেন ৫ ঘণ্টা বিলম্বে রাজশাহী ছেড়েছে।
এ ব্যাপারে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন চলাচলে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।
You cannot copy content of this page