ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বাংলাদেশে সবচে সংগঠিত রাজনৈতিক দল জামায়াত ইসলাম। আমরা জানি যে তারা মৌল ধারার রাজনীতি করে কিন্তু পাশ্চাত্যের একটি অংশের সাথে তাদেরকে তুলনা করা হয়। সেটা তাদের জন্য একটা সুবিধা বটে। আরেকদিকে তারা এখন বলছে যে, যারা যুদ্ধাপরাধী ছিল তারা ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে অনেকেই তাদের দল থেকে ছিটকে গিয়েছে এবং যারা স্বাধীনতার পরে জন্ম গ্রহণ করেছে তাদেরকে যুদ্ধাপরাধী বলার সুযোগ নেই। সুতরাং তারা জামায়েতের রাজনীতি করতেই পারে। আমরা চাইবো নির্বাচন কমিশন এমন কোন সিদ্ধান্ত নিবে না যেটা নিয়ে নতুন আরেকটি ফ্রন্ট তৈরি হয়ে যায়। আমরা আশাবাদী দেশে শান্তি বিরাজ করবে এবং রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত প্রকাশ করবার যে কালচার রয়েছে যা আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করে দিয়েছেন সেটা অব্যাহত থাকবে এবং তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এই ধারা অব্যাহত রাখবেন।
You cannot copy content of this page