1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভূল্লী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সম্মাননা বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদ গঠিত  ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানা নিজ হাতে মাঠ পরিষ্কার করলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ের পীরগেঞ্জ জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র অভিযানে ব্যাটারি পানি কারখানায় জরিমানা ও সিলগালা

রাবির উপ-উপাচার্য হলেন ড. হুমায়ুন কবীর

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩০৩ জন পড়েছেন

শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর উপ-উপাচার্য (প্রো ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ নিয়োগ প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মো. হুমায়ুন কবীর ১৯৬৪ সালে চুয়াডাঙ্গা জেলা সদরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর বাবা ছিলেন কলেক শিক্ষক ছিলেন পাশাপাশি পারিবারিক ব্যবসাও দেখতেন তিনি।
উল্লেখ্য, ড. মো. হুমায়ুন কবীর ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি প্রত্যেক পরীক্ষায় মেধাস্থানের সাথে উত্তীর্ণ হতেন । তিনি ১৯৭৯ ও ১৯৮১ সালে চুয়াডাঙ্গা, যশোর বোর্ড থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.কম(১৯৮৪), এম.কম(১৯৮৫) ও এম.ফিল(১৯৯৪) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি(১৯৯৯) ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবনের প্রতিটি অধ্যায়েই তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
পেশাগত জীবনে তিনি, ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে যোগদান করেন এবং ২০০৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে এ বিভাগের চেয়ারম্যান, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডীন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, ভারপ্রাপ্ত হিসাব পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক জীবনে তিনি এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন গৃহিণী, এক ছেলে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর প্রভাষক হিসেবে কর্মরত এবং এক মেয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা করছেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page