প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২২, ৬:২০ অপরাহ্ণ
আরএনবি’র শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন ফিরোজ
রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পশ্চিমাঞ্চলে শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মোঃ ফিরোজ আহমেদ।
শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অফিসের সম্মেলন কক্ষে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এ সম্মাননা প্রদান করেন। এসময় আরএনবি পশ্চিম রাজশাহীর চীফ কমান্ডেন্ট সহ আরএনবি'র অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে ২০২১-২২ অর্থবছরে ইন্সপেক্টরদের মধ্যে কর্মদক্ষতার সূচকে সর্বাধিক পয়েন্ট অর্জন করায় ঈশ্বরদী আরএনবি'র চিফ ইন্সপেক্টর মোঃ ফিরোজ আহমেদ এ সম্মান অর্জন করেন।
সফলতার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ফিরোজ আহমেদ পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার, চীফ কমান্ডেন্ট সহ উর্ধতন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সেই সাথে তার সকল সহকর্মীদেরও সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের কাছে দোয়া চাই, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
উল্লেখ্য, ফিরোজের বাবা বাংলাদেশ রেলওয়ে খুলনার (অবঃ) ইয়ার্ড মাস্টার মোঃ নজরুল ইসলাম। বর্তমানে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘইল গ্রামে তাদের স্থায়ী বসবাস।
© 2024 Probashtime