প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২২, ৬:১২ অপরাহ্ণ
রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজশাহী প্রতিনিধিঃ ঢাকায় পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহত ও কেন্দ্রীয় বিএনপি অফিস থেকে নেতাদের আটকের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বুধবার রাত ৮ টায় রাজশাহী নগরীর ভূবন মোহন পার্ক এলাকার বিএনপি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর সাহেব বাজার প্রধান প্রধান রাস্তাঘুরে বিএনপি অফিসের সামনে পথসভা করে শেষ হয়।
রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশীদ মামুন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বিএনপি নেতা মামুনুর রশীদ বলেন, এভাবে একটি স্বাধীন দেশে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া অত্যান্ত ন্যাক্কারজনক। এভাবে আর চলতে পারে না। আমাদের দেয়ালে পীঠ ঠেকে গেছে। আর পেছনে ফেরার সময় নাই। ঢাকায় নিহত বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, কেন্দ্রীয় নেতাদের বিনা কারণে অফিস থেকে গ্রেফতারের বিরুদ্ধে সারাদেশ আজ গর্জে উঠেছে। দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা,মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাব আমরা।
পুলিশ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, এখনও সময় আছে নির্যাতন বন্ধ করুন, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। সবশেষে আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসবাবেশকে সফল করার আহবান জানান তিনি।
এসময় মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার আমিন বিপুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মিতুল, কৃষক দলে নেতা শামীম, যুবদল নেতা প্রিন্স, শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
© 2024 Probashtime