ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরেই কিন্তু বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। আসলে তাদের রাজনীতি ষড়যন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ। আজকে যেভাবে বাংলাদেশে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে উন্নয়নের চরম শিখরে আহরণ করছে তখন আসলে কিছু মানুষের গাত্র জ্বালা করছে। আসলে তাদের এই গাত্র জ্বালা বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই। তারা সবসময় ষড়যন্ত্রের নতুন নতুন পথ বেছে নেই। সে কারণেই তারা বর্তমান সময়ে আবার তাদের ষড়যন্ত্রের কৌশল হিসেবে এই সরকার পতনের খেলায় মেতে উঠেছে। আসলে এই পতন ঘটানো এই শব্দটা কখনোই সভ্য মানুষের কথা হতে পারে না। এটা যেভাবে বেমানান ঠিক একইভাবে এটা আইনবহির্ভূত। তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা। সরকার পতন মানে ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা; এইগুলই হচ্ছে তাদের মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়ার। তাদের এই স্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না।
You cannot copy content of this page