প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২২, ২:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে দুস্থদের ‘একবেলা ভাত’ খাওয়ালো সেতারা সার্ভিস
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ মহান বিজয় দিবস-২২ উপলক্ষ্যে সেতারা এল্ডারলী কেয়ার সার্ভিস এর উদ্যোগে ‘এক বেলা ভাত’ একগাল হাসি, বড্ড ভালবাসি, একটি মানবিক পদক্ষেপ এর কার্যক্রমের আওতায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অসহায় দু:স্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সেতারা এল্ডারলী কেয়ার সার্ভিস এর পরিচালক ড. ফেরদৌস আরা পারভীন প্রায় ৫০ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
ড. ফেরদৌস আরা পারভীন আরও জানান, সেতারা এল্ডারলী কেয়ার সার্ভিস বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা, বিনামূল্যে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল প্রদান, অসহায় দুঃস্থ মানুষকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে।
© 2024 Probashtime