প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২২, ৭:৪৭ পূর্বাহ্ণ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে ৫২তম বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সূর্যোদয়ের পরপরই রাজশাহীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি), রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি) বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ। এ সময় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বাদ জুম্মা নগরীর সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকাল চারটায় মৃক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশন বনাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি রাজশাহী, বাংলাদেশ বেতার রাজশাহী সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গ সহযোগী সংগঠন, সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, আবৃতি পরিষদ, কবি কুঞ্জ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেছে।
© 2024 Probashtime