সুজন ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫নং দেবীপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর, সাবেক চেয়ারম্যান ও দেবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম, চেয়ারম্যান ও দেবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরকার। সম্মেলনে সভাপতিত্ব করেন ১৫নং দেবীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি যামিনী কুমার রায়।
দেবীপুর ইউনিয়ন যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে জেলা যুবলীগের সহসভাপতি আব্দুস শহীদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, উপ-দপ্তর সম্পাদক এম.এম শাওন চৌধুরী, সদর উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদসহ জেলা-উপজেলা, পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply