প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২২, ৬:২৫ অপরাহ্ণ
তানোরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলায় মানবতার কল্যাণে কাজ করছেন একজন তরুণ প্রজন্মের আইকন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন। ইতোমধ্যেই তানোর উপজেলায় বিভিন্ন সামাজিক, ধর্মীয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রাজশাহীবাসী সহ উপজেলার জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। গ্রামে গ্রামে সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ ও গরীব দূঃখি মানুষের পাশে দাঁড়ানো তার নিত্যদিনের কাজ।
এরই ধারাবাহিকতায় শীতের শুরুতে সাধারণ অসহায় গ্রামবাসীর মধ্যে শীত বস্ত্র বিতরণ করা শুরু করেছেন তিনি।
জানতে চাইলে আবুল বাসার সুজন বলেন, আত্নতৃপ্তি ও মনের সন্তুষ্টি অর্জনের জন্যই সমাজ সেবামূলক কার্যক্রম করি। এতে বহু মানুষের ভালবাসা ও দোয়া পাওয়া যায়।
প্রতিবছরের মত এবারও শীত বস্ত্র নিয়ে সাধারণ মানুষের মাঝে হাজির হয়েছি।
রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তানোর পৌর এলাকার চাপড়া গ্রামের অসংখ্য গরীব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট প্রমূখ।
© 2024 Probashtime