ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাই এবং সাথে দেশবাসীসহ পৃথিবীবাসীকেও নববর্ষের শুভেচ্ছা জানাই। চারিদিকে আজ নববর্ষ উদযাপনের খুব শব্দ আসছে। ছেলে-মেয়েরা নববর্ষ উদযাপনের জন্য মাতোয়ারা হয়ে আছে। সত্যি বলতে কি আসলে এটা রেওয়াজে পরিণত হয়েছে। এইদিনটিকে কেন্দ্র করে সারা গ্রহব্যাপী নানা ধরনের আনন্দ উৎসবের মধ্য দিয়ে উৎযাপন করা হয় এবং বাংলাদেশও তার থেকে ব্যতিক্রম নয়। আমরা যদি এটা আলোচনা করতে চাই যে ২০২২ সাল আজ রাত ১২ টায় বিদায় নিচ্ছে আমাদের থেকে এবং ২০২৩ সাল নানা ধরনের সম্ভাবনা নিয়ে উকি দিচ্ছে। বাংলাদেশে বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটানা গত একদশক ধরে সেখানে আমরা বলতেই পারি যে বাংলাদেশ সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে বিশ্বে নেতৃত্বে দিচ্ছে। আমাদের নতুন বছরের প্রত্যাশা অনেক কিন্তু কি পরিমাণে এই প্রত্যাশা আমরা ঘরে তুলতে পারবো কিনা সেটাই মূল বিষয়। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে চাই তাহলে দেখতে হবে যে, বাংলাদেশের প্রতিটা মানুষই চায় প্রতিটা ক্ষেত্রেই উন্নয়নের ধারাবাহিকতা, চাই সেটা সামাজিক হোক, রাজনৈতিক আর অর্থনৈতিকভাবেই হোক না কেন। সব জায়গায় আমরা সমৃদ্ধির পরিবর্তন দেখতে চাই।
You cannot copy content of this page