নাগরপুর প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন এতিম খানা পরিদর্শন করে তাদের বিষয়ে খোজঁখবর নেওয়া এবং অসহায় এতিম শিশুদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি ) রাতে তীব্র শীতের মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত এতিমখানা ঘুরে ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতের রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে এতিমখানার শিশুরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো.মাহবুবুর রহমান,উপজেলা মৎস কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, আসুন এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেই। নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার উপযুক্ত প্রতিদান দিবেন।
You cannot copy content of this page