নাসিম মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ
ইতালী আওয়ামী লীগের অভিভাবক, ইতালী প্রবাসীদের বটবৃক্ষ, ইতালী আওয়ামী লীগের সন্মানিত সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এর জন্মদিন আজ। তিনি একজন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত সৈনিক, সৎ এবং সাহসী ও মানবিক মানুষ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই।
অতিথী পরায়ণ, সদা হাস্যোজ্জল, চিরসবুজ, ইশ্বনীয় বিনয় এবং কর্মদক্ষতার কারনে তিনি কর্মজীবনে অনেকের কাছেই আইডলে পরিনত হয়েছেন।
সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ আমাদের হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ভাই। আজ তার জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।
শুভেচ্ছান্তে : হাসান ইকবাল (সাধারণ সম্পাদক, ইতালী আওয়ামী লীগ।
You cannot copy content of this page