প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৩, ৮:১১ পূর্বাহ্ণ
রাজশাহীতে শীতবস্ত্র উপহার পেলো অসহায় ১৬০ শিশু
শাহিনুর রহমান সোনা, রাজশাহীঃ রাজশাহীতে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিডেটের আয়োজনে অসহায় দুস্থ শিশুদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৬০ জন দুস্থ শিশুর মাঝে উপহার হিসেবে রঙ্গিন কম্বল বিতরণ করা হয়।
রাজশাহী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহীন আকতার রেনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না ও রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মনজুর কাদের।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলার প্রতি মনোযোগি হবে, তোমরা হলে আগামী জাতির উজ্জ্বল ভবিষ্যৎ। মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আপনাদের ছেলে-মেয়েদের প্রতি বিশেষ যত্নশীল হবেন, তাদের প্রতি সার্বক্ষনিক নজরদারি রাখবেন যাতে শিশুরা পথভ্রষ্ট না হয়ে পড়ে।
© 2024 Probashtime